Home ব্রেকিং লালপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লালপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

39
0
SHARE

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।

লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ সাংবাদিকদের জানান, ভোরে আজিজুর সাইকেলে করে ঈশ্বরদীতে গুড় বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আজিজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

image_pdfimage_print