
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভেনিজুয়েলায় অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী শক্তিকে বৈধতা দিচ্ছে ইউরোপ। তিনি বলেন, ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে ইউরোপের দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে।
(সোমবার) রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মস্কো মনে করে, জোর করে ক্ষমতা দখলকারী ব্যক্তিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টার মাধ্যমে ইউরোপ লাতির আমেরিকার দেশটিতে হস্তক্ষেপ করছে। তিনি বলে, ভেনিজুয়েলার ভেতরের সমস্যা সমাধান করবে তারা নিজেরা; বিদেশি কোনো শক্তি নয়।
কয়েকদিন আগে হুয়ান গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বীকৃতি দেন। ইউরোপের দেশগুলো গুয়াইডোকে তখন সরাসরি স্বীকৃতি না দিলেও দেশে আগাম নির্বাচন দেয়ার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য সময়সীমা বেধে দেন। কিন্তু মাদুরো সে সময়সীমা নাকচ করেছেন। তিনি বিদেশি সামরিক আগ্রাসন মোকাবেলারও ঘোষণা দিয়েছেন।