
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট হয়। সর্বোচ্চ ভোট পেয়ে রাকিবুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক পদে জাকির হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্ধীতায় সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আরাফাত আল-আমিন। নির্বাচিত কার্যকরী পরিষদ ২০১৯-২০ দুই বছর কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটির অন্যান্য পর্ষদ হলেন, সিনি: সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দিকী, এইচএম ফারুক, দেওয়ান সালাউদ্দিন, যুগ্ম-সম্পাদক ফয়েজ মো. তুহিন, কোষাধ্যক্ষ বাবুল মুফতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আল-আমিন, ক্রীড়া সম্পাদক সালেহ আকরাম, সাংস্কৃতিক সম্পাদক সিপাহী আল-আমিন, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, কার্যকরী সদস্য প্রভাষক আলমাছ মিয়া, আব্দুল বারী বারেক, ইসমাইল খান টিটু, সাইফুল ইসলাম, ওমর ফারুক। কার্যকরী উপদেষ্টা সদস্য রোটা. আব্দুল লতিফ মিয়াজী, সিনিয়র সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, আতিকুর রহমান দুলাল।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ উদ্দিন সিদ্দিকী। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল বারী বারেক ও আতিকুর রহমান দুলাল।