Home আন্তর্জাতিক ‘ন্যাটো জোট সন্ত্রাসীদের অস্ত্র দেয় কিন্তু তুরস্ককে দেয় না’

‘ন্যাটো জোট সন্ত্রাসীদের অস্ত্র দেয় কিন্তু তুরস্ককে দেয় না’

29
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ন্যাটো সামরিক জোটকে সন্ত্রাসবাদ সমর্থনের জন্য অভিযুক্ত করে বলেছেন, এ জোট উগ্রবাদী সন্ত্রাসীদেরকে হাজার হাজার ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেয় কিন্তু তুরস্ক অস্ত্র কেনার অনুরোধ করলেও তা উপেক্ষা করে।

গতকাল এক নির্বাচনী সমাবেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “এটা কী ধরনের ন্যাটো জোট? আপনারা সন্ত্রাসীদেরকে ইরাকের ভেতর দিয়ে প্রায় ২৩ হাজার ট্রাক অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছেন কিন্তু আমাদেরকে অস্ত্র দেন না; এমনকি কিনতে চাইলেও তা উপেক্ষা করেন।”

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “সিরিয়ার সঙ্গে আমাদের ৯১১ কিলোমিটার সীমান্ত রয়েছে। আমরা যেকোনো সময় হুমকির মুখে পড়তে পারি।”

এরদোগান এসব অভিযোগ করলেও কোনো দেশের নাম উল্লেখ করেন নি এবং ন্যাটো জোটের কোন দেশ ইরাকের ভেতর দিয়ে সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করছে তাও পরিষ্কার করেন নি। তিনি অবশ্য আশা করেন, শিগগিরি সিরিয়ার মানবিজ শহর মুক্ত হবে এবং সেখানে সাধারণ লোকজন ফিরে যাবে। ২০১৬ সাল থেকে মানবিজ কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ গেরিলা গোষ্ঠীকে তুরস্ক সরকার সন্ত্রাসী বলে মনে করে।

image_pdfimage_print