
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :সরকার এর আগেও গ্যাসের দাম বাড়িয়েছে এখন আবারও বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে প্রতিবাদে কর্মসূচি দিবে বিএনপি বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রবিবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।
গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, ‘এই সরকার তো শোষণের সরকার তারা এর আগেও গ্যাসের দাম বাড়িয়েছে এখন আবার বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বাড়ালে শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রভাব পরবে। এতে জনগণের ক্ষতি হবে। জনগণ সংকটে পরবে। আমি সরকারকে বলবো তারা যদি দেশের কথা ভাবে জনগণের কথা ভাবে তাহলে তাদের গ্যাসের দাম বাড়ানো উচিত হবে না। এরপরও গ্যাসের দাম বাড়ালে বিএনপি এর প্রতিবাদে কর্মসূচি দেবে।’
গণফোরামের দুই প্রার্থীর শপথের বিষয়ে নোমান বলেন, ‘ঐক্যফ্রন্টের দুই নেতা কি বলেছেন, সেটা নয় ঐক্যফ্রন্ট সম্মিলিতভাবে কি বলছে সেটাই দেখার বিষয়। এখানে দুজনের তেমন গুরুত্বপূর্ণ না যতোটুকু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত।’
গণফোরামের মূল দায়িত্বে থাকা ড. কামাল হোসেন এবং ঐক্যফ্রন্টের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্ভর করবে গণফোরামের সভাপতির বক্তব্যের ওপর।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নবগঠিত কমিটির আহবায়ক শামসুজ্জামান দুদু, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন, মো. জসিম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আলহাজ মো. নাজিমুদ্দিন মাস্টার, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হায়দার পলাশ, এস কে সাদী, মো. মাইনুল ইসলাম, নাসির হাজারী, হাজী সাখাওয়াত হোসেন নান্নু, মো. আলিম হোসেন, সেলিম হোসেন, হাজী সাখাওয়াত হোসেন নান্নু, মোজাম্মেল হক মিন্টু, মিয়া মো. আনোয়ার, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, বায়েজিদ বোস্তামী, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটােয়ারীসহ কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, মৎসজীবী দলের নেতাকর্মীরা।