Home সারা বাংলা জাফরিয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বাদল

জাফরিয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ বাদল

41
0
SHARE

শামসুজ্জামান ডলার ঃ

কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ বাদল দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় সকল সদস্যবৃন্দদের উপস্থিতিতে তাকে নির্বাচিত করা হয়।ফারুক আহমেদ বাদল বৃহত্তর মতলব থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও বর্তমানে তিনি মতলব দক্ষিণ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা স্কাউটস এর সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বাদল মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

image_pdfimage_print