
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ৪ মার্চ গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা সদর ইউনিয়নের কাউসার বাজার থেকে এস আই মোঃ ইলিয়াস আলীর নেতৃত্বে মাদক ব্যবসায়ী মোঃ হাচিনুর রহমান গ্রেফতার করা হয় ।
থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী হাচিনুর রহমান (৩৫) নীলফামারী ডিমলা উপজেলার রামডাঙ্গা পুরান থানার মোঃ ভেদু মিয়া এর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২০১৯ সালে নীলফামারী স্পেশাল ট্রাইবুনাল ও যুগ্ন দায়রা জজ আদালত ২ বছর সাজা প্রদান করেন এবং ১০ হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, এবং সাজাপ্রাপ্ত আসামীকে দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান।