Home ব্রেকিং সংসদে কান্নাজড়িত কণ্ঠে তন্ময়ের বক্তব্য

সংসদে কান্নাজড়িত কণ্ঠে তন্ময়ের বক্তব্য

42
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েছেন শেখ হেলাল উদ্দীন ছেলে সংসদ সদস্য শেখ তন্ময় (বাগেরহাট-২)। এসময় কান্নাজড়িত কণ্ঠে তাদের নাম নিতে গিয়ে কথা জড়িয়ে ফেলায় স্পিকারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বুধবার (৬ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে শেখ তন্ময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ছিলেন। তিনি কোনো মহাদার্শনিক ছিলেন না, মহাপণ্ডিতও ছিলেন না। কিন্তু মহাদার্শনিক ও পণ্ডিতরাও যা করতে পারেননি তিনি তা করেছিলেন। যার প্রমাণ ৭ মার্চের ভাষণ। যা ইউনোস্কো থেকে স্বীকৃতি পেয়েছে।

এসময় তিনি ১৫ আগস্ট কাল রাতে নিহতদের নাম নেয়ার সময় আবেগ তাড়িত হয়ে পড়েন। তাদের নাম নিতেও পারছিলেন না তন্ময়।

শেখ তন্ময় বলেন, মাননীয় স্পিকার আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আমি আবেগে আক্রান্ত।

image_pdfimage_print