Home ব্রেকিং চাইলে শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও জাতীয় পর্যায়ে অবদান রাখা সম্ভব . ....

চাইলে শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও জাতীয় পর্যায়ে অবদান রাখা সম্ভব . . . . . . . . . . এড. নুরুল আমিন রুহুল এমপি

36
0
SHARE

শামসুজ্জামান ডলার ও জহিরুল হাসান মিন্টু ঃ
চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ¦ এড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, কোন জাতীর উন্নতি করতে চাইলে শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষা পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তাছাড়া একটু আন্তরিক হলে খেলাধুলাতেও জাতীয় পর্যায়ে অবদান রাখা সম্ভব।
গত শনিবার দুপুরে মতলব উত্তরের প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, মতলব উত্তর-দক্ষিনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ ব্যাপারে কোন ধরনের আপোষ নেই। মাদকসেবী বা বিক্রেতা যেই হোক না কেন কোন ধরনের ছাড় নয়। কেউ যদি এ বিষয়ে কোন ধরনের তদবিরে আসে তার বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে।
চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী পাপ্পু সভাপতিত্বে এবং পরিচালনা শিক্ষানুরাগী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, স্কুলের আজীবন দাতা ভোটার হাজী নুরুদ্দীন পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন স্কুলের হেড মৌলভী আব্দুল্লাহ আল-মামুন উয়েসী।
অতিথিবৃন্দ আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।

image_pdfimage_print