Home জাতীয় সুপ্রভাতের সেই বাসের নিবন্ধন বাতিল

সুপ্রভাতের সেই বাসের নিবন্ধন বাতিল

33
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কুড়িল বিশ্বরোডে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার সন্ধ্যায় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘দুর্ঘটনাজনিত কারণে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৪৩ ধারা মোতাবেক ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নম্বর বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।’
সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আবরার মারা যান। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় সড়ক থেকে সরে গেছেন বিইউপির শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

image_pdfimage_print