Home ব্রেকিং নির্বাচন বানচালের চেষ্টা, সিদ্ধান্ত জনগণের হাতে : ফখরুল

নির্বাচন বানচালের চেষ্টা, সিদ্ধান্ত জনগণের হাতে : ফখরুল


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমতাবস্থায় সিদ্ধান্ত এখন জনগণের হাতে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার-মামলা চলছেই। পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে। গতকালও ২৮টি স্থানে হামলা হয়েছে।

ফখরুল বলেন, এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন দেখি তারা কী ব্যবস্থা নেয়।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

এর আগে দুপুর ১২টায় নির্বাচনের পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ১০ নেতা।