Home আন্তর্জাতিক ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ১৭০ শরণার্থীর মৃত্যু

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ১৭০ শরণার্থীর মৃত্যু

1
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভূমধ্যসাগরে দুটি জাহাজডুবির ঘটনায় ১৭০ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর ছাড়াও ইতালিয়ান নৌবাহিনী লিবিয়া উপকূলে ১১৭ যাত্রীবাহী একটি জাহাজডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, জীবিত উদ্ধার করা তিন শরণার্থী জানিয়েছেন- লিবিয়ার উদ্দেশে যাত্রা করা তাদের রাবারের নৌকাটিতে ১২০ যাত্রী ছিলেন। খবর বিবিসির।

অপর শরণার্থীবোঝাই জাহাজটি ডুবেছে ভূমধ্যসাগরের পশ্চিমে আল বোরান সাগরে। সেখানে কমপক্ষে ৫৩ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে।

গত বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় দুই হাজার ২০০ জনের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে।

এ ঘটনার পর ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

আমরা সব দেখেশুনে চোখ বুজে থাকতে পারি না। সাগরে এ মৃত্যুর মিছিল থামাতে হলে এ ব্যাপারে এখনই উদ্যোগ নিতে হবে।