Home আন্তর্জাতিক বিজেপির ওয়েবসাইট হ্যাকড!

বিজেপির ওয়েবসাইট হ্যাকড!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে ওয়েবসাইটে কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।

বিজেপির ওয়েবসাইট হ্যাক ঘিরে ঝড় বইছে বইছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই ওয়েবসাইটটির স্ক্রিন শট শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করছেন।

হ্যাক করার পর ওয়েবসাইটের মূল পেজের ওপরের দিকে কিছু অশ্লীল বাক্য ব্যবহার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে ‘ভাই ও বোনেরা, আমি তোমাদের বোকা বানিয়েছি। ভাই ও বোনেরা, আমরা তোমাদের সকলকে বোকা বানিয়েছি। আরও বানাবো। অনেক অনেক অভিনন্দন।’

লেখার নিচেই একটি ভিডিও আপলোড করা হয় যেখানে দেখা যাচ্ছে, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল মোদির সামনে আসতেই তিনি করমর্দনের জন্য হাত বাড়ালেও তা প্রত্যাখ্যান করে মরকেল সামনের দিকে এগিয়ে যান। এরপর মোদিও ঘুরে তার পিছনে এগিয়ে যান।

সবশেষে ব্রিটিশ রক ব্যান্ডদল কুইনের ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’-এর মিউজিক ভিডিও আপলোড করে দেওয়া হয় ওয়েবসাইটে।
যদিও এখনও কোনো হ্যাকার গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

তবে ওয়েসবাইট অ্যাডমিনের পক্ষ থেকে জানানো হয়েছে ‘অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা এই মুহূর্তে কিছু রক্ষণাবেক্ষণের কাজ করছি। আমরা খুব দ্রুত অনলাইনে ফিরছি’।
বিজেপির ওয়েবসাইট নিয়ে বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে।