Home জাতীয় ঘাসফুলের আলোচনা অনুষ্ঠান ‘বিলু কবীরের অনুসন্ধান: নদী ও সভ্যতা: লোকজ ও কারুশিল্পের...

ঘাসফুলের আলোচনা অনুষ্ঠান ‘বিলু কবীরের অনুসন্ধান: নদী ও সভ্যতা: লোকজ ও কারুশিল্পের বিকাশ’


গত ১০ মার্চ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়। কবি আাসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদদীন। ঘাসফুলের পরিচালক আবৃত্তিশিল্পী রাবিয়া সুলতানা পান্না কবি জীবনানন্দ দাসের ‘নদী’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। ঘাসফুলের উপদেষ্টা কথাসাহিত্যিক আতা সরকারের স্বাগত ভাষণের পর কবি গবেষক কলামলেখক করীম রেজা বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পী সৈয়দ লুৎফুল হক, কবি ড. বিমল গুহ, কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ঝরনা রহমান, সাংবাদিক-কবি বজলুর রায়হান, বাংলা একাডেমির উপপরিচালক (গবেষণা) কবি গবেষক ড. তপন বাগচী, দৈনিক সমকালের সহকারী সম্পাদক ও রিভারাইন পিপল-এর সাধারণ সম্পাদক শেখ রোকন এবং গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। ‘নদীপারের বিলুপ্তপ্রায় লোকজ ও কারুশিল্প’ গ্রন্থের প্রণেতা গবেষক কবি বিলু কবীর তার গবেষণাকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন মাহমুদুল হুসাইন রুবেল।