Home বিচিত্র খবর চিত্রাঙ্কন শিখছে তোতা পাখি

চিত্রাঙ্কন শিখছে তোতা পাখি


সাধারণত একজন শিল্পীর মনে রঙ ছড়িয়ে দেয় পাখি। অন্যান্য সব দৃশ্যের মতো পাখি আঁকতে পছন্দ করেন একজন চিত্রশিল্পী। শিল্পীর মনে রঙ লাগানো সেই পাখি কথা বলতে পারে এমন আমরা জানি। কিন্তু পাখি যে আঁকতে পারে সেটা আমরা চিন্তাও করতে পারি না।

তবে এমনই এক ঘটনা ঘটেছে মেরিল্যান্ড চিড়িয়াখানায়। ওই চিড়িয়াখানার ইকো নামের আফ্রিকান ধূসর এক তোতা পাখি চিত্রকর্ম শিখছে। চিত্রকর্মের জন্য ট্রিটও পায় এই স্ত্রী তোতা পাখি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউপিআই-এর এক প্রতিবেদনে জানা গেছে, ঠোঁট দিয়ে একটি স্পঞ্জ ধরে রঙে ডুবিয়ে পেইন্ট করে ইকো। স্পঞ্জটিকে কাগজের একটি শীটে নিয়ে নিজের মতো ছবি আঁকে সে।

মেরিল্যান্ডের বাল্টিমোরের এই চিড়িয়াখানাটিকে সাধারণত তৃতীয় প্রাচীনতম প্রাণিবিজ্ঞান উদ্যান হিসাবে বিবেচনা করা হয়।

চিড়িয়াখানায় দূতাবাসের পরিচর্যা দল ইকোকে এ প্রশিক্ষণ দিচ্ছে। তারা টুইটারে তোতাপাখির বিমূর্ত শিল্প তৈরির একটি ভিডিও পোস্ট করেছে।

মেরিল্যান্ড চিড়িয়াখানা বলছে, চিত্রকর্ম হলো একটি দুর্দান্ত সমৃদ্ধিমূলক কার্যকলাপ যা ইকোকে মানসিকভাবে উদ্দীপিত রাখে এবং তাকে তার প্রাকৃতিক অভিযোজন ব্যবহার করার অনুমতি দেয়। সে নিশ্চিতভাবে একটি মাস্টারপিস তৈরি করছে।