Home ক্যাম্পাস খবর বাইউস্টে স্প্রিং ২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাইউস্টে স্প্রিং ২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


বি. পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), স্প্রিং ২০২২ সেমিস্টারের স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে স্প্রিং—২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমিক সাপোর্ট সুপারভাইজার খান হামিদুল ইসলাম।

প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করেন, বাইউস্ট রেজিস্টার কর্নেল সুমন কুমার বড়–য়া (অব.)। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের নানা চ্যালেঞ্জ উত্তরণের জন্য নিজেকে যোগ্য করে তোলার আহ্বান জানান। এছাড়াও প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, আর্থিক, প্রশাসনিক এবং শৃঙখলা বিষয়ক প্রয়োজনীয় তথ্যাবলী শিক্ষার্থীদের অবহিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।