Home ক্যাম্পাস খবর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ৩৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ৩৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত


বি. পরিক্রমা : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৮তম সিন্ডিকেট সভা ৪ জুলাই ২০২২ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃর্ক মনোনিত শিক্ষানুরাগী জনাব হাসানুল ইসলাম, এনডিসি, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও অন্যান্য সদস্যগণ। উক্ত সভায় ৩৭তম সিণ্ডিকেট সভার কার্যবিবরণী ও ৩৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। সভায় নিয়োগকৃত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়। এ ছাড়াও অর্থ কমিটি সভার কার্যবিবরণী এবং কেন্দ্রিয় পরীক্ষা কমিটি (সিবিই) সভায় অনুমোদিত গ্রাজুয়েট এবং পোষ্ট—গ্রাজুয়েটদের ফলাফল অনুমোদন ও পর্যালোচনা করা হয়।

সকল সদস্যদের উপস্থিতিতে সিন্ডিকেট সভাটি পরিচালনা করেন এনইউবি সিন্ডিকেট এর সদস্য সচিব ও বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:) বাংলাদেশ নৌ বাহিনী।