Home ক্যাম্পাস খবর ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত


পরিক্রমা ডেস্ক : এক্সিলেন্স ইন টিচিং-লার্নিং (ইটিএল), ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ২৬ অক্টোবর, ২০২২ তারিখে আইকিউএসি-ডিইউ কনফারেন্স রুম-এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিয়ে “Workshop on Outcome Based Education Curriculum Development” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

অনু্ষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (পরিচালক) স্বাগত বক্তব্যে “The evolution of Curriculum Development- OBE model preparing for the future higher education” বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান (অতিরিক্ত পরিচালক, কিউএ, আইকিউএসি) কর্মশালায় “Outcome Based Education (OBE) Curriculum” বিষয়ে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. এ.টি.এম. সামছু্জ্জোহা (অতিরিক্ত পরিচালক, ইটিএল, আইকিউএসি) কর্মশালাটি সঞ্চালনা করেন এবং“Conducting Q/A on the importance of OBE” বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য যে,  Centre of Excellence in Teaching & Learning (CoETL) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক Excellence in Teaching-Learning (ETL) হিসেবে যাত্রা শুরু করার পর প্রথমবারের মতো “Outcome Based Education (OBE) Curriculum” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। মূলত পূর্বের CoETL এর কর্মপরিধি অনুসরণে ETL, Institutional Quality Assurance Cell (IQAC), DU ধারাবাহিকভাবে  উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা, বিশেষ বক্তৃতা আয়োজন করবে।