Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার 

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার 


পরিক্রমা ডেস্ক : আজ (১২.১২.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৬টি কোম্পানির ৮ কোটি ৫৭ লক্ষ ১০ হাজার ৪৯৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৬৮ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৭.৪০ পয়েন্ট বেড়ে ৬২৬৬.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.০৭ পয়েন্ট বেড়ে ২২১৩.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.২৭ পয়েন্ট বেড়ে ১৩৭২.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সালভো কেমিক্যাল, বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, বিএসসি, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেনেক্স ইনফোসিস ও বেঙ্মিকো ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মনোস্পুল পেপার, কোহিনুর কেমিক্যাল, সোনালী আঁশ, পেপার প্রসেসিং, আনোয়ার গ্যালভানাইজিং, বসুন্ধরা পেপার, অরিয়ন ইনফিউশন, বিডিকম অনলাইন, ইস্টার্ন হাউজিং ও জেমিনী সী ফুড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন লুব্রিকেন্টস, মুন্নু এগ্রো, মেঘনা পেট্রোলিয়াম, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, মুন্নু সিরামিক, বিডি থাই ফুড, মেঘনা লাইফ ইন্সু্রেন্স, বেঙ্গল উইন্ডসোর, বাটা সুজ ও সী পার্ল বীচ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৩৬৬৮২৭৮২০৪.০০