Home ব্রেকিং বিজ্ঞান জাদুঘরে ৫০টি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী

বিজ্ঞান জাদুঘরে ৫০টি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী


পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষে প্রতিনিয়ত রাজধানীসহ সারা দেশে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে আসছে। চলিত বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিজ্ঞান ক্লাবগুলোতে প্রায় ৫০টি স্থানে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব স্থান হলো খুলনা, নরিসংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকা। এ ভ্রাম্যমাণ প্রদর্শনীতে বিজ্ঞান জাদুঘরের ৫টি িমউিজয়াম বাস, ৩টি অত্যাধুনিক ৪টি মুভি বাস, ২টি অবজারভেটরি বাস, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভি.আর (ভাচুর্য়াল রিয়েলিটি) ব্যবহৃত হয়। এছাড়া শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। এসব ভ্রাম্যমাণ প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ (দশ) হাজার দর্শনার্থী অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘেরর মহাপিরচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষা বই পুস্তকের মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দ্বারপ্রাণ্তে বিজ্ঞানকে জনিপ্রয় করার লক্ষে বিজ্ঞান জাদুঘর এ কার্যক্রম পরিচালনা করেন। মুখস্ত করে বিজ্ঞান শেখা যাবেনা, জীবনভিত্তিক কমর্কাণ্ড নিয়ে বিজ্ঞান শিখতে হবে। পুরো জাতিকে বিজ্ঞান মনস্ক করতে হলে প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান শিক্ষাকে পৌঁছাতে হবে।”