Home ক্যাম্পাস খবর বুয়েটে ভর্তির আবেদন শুরু বুধবার

বুয়েটে ভর্তির আবেদন শুরু বুধবার


পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে ১২ মার্চ বিকেল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে।

ভর্তির নির্দেশিকা অনুযায়ী, বুয়েট ক্যাম্পাসে আগামী ২০ মে ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ও ১০ জুন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রাক্-নির্বাচনী পর্ব দুই পালায় অনুষ্ঠিত হবে।

দুই পালায় সকাল ১০টা ও বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে উত্তীর্ণ ১ হাজার ৩০৯ শিক্ষার্থী (৪টি সংরক্ষিত আসনসহ) বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষাবিষয়ক বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।