Home ক্যাম্পাস খবর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


পরিক্রমা ডেস্ক : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে ২৬ মার্চের অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাম কামনা করে দু’আ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। তার আদর্শ কে ধারণ করে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দু’আ পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।