Home ব্রেকিং ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন কামরুল হাসান রিপন

ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন কামরুল হাসান রিপন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসন  আলহাজ্ব কামরুল হাসান রিপন।

মঙ্গলবার  রাত ৯  টায় ঢাকার ঐতিহ্যবাহী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন তিনি।গত রোববার ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে দলীয় মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না কে দলীয় প্রার্থী ঘোষণা দেন। তার একদিন পর মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার এমন সিদ্ধান্ত নেন তিনি। এদিন ডেমরা-যাত্রাবাড়ি আংশিক কদমতলী থানা এলাকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব কামরুল হাসান রিপন।

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি,  বিশিষ্ট শিক্ষানুরাগী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন কে তাদের সমর্থন ব্যাক্ত করেন।তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন কে উৎসবমুখর করতে স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বতন্ত্র প্রার্থী দলীয় কৌশল হিসেবে ঘোষণা দেয়ার কারণে বিষয়টি নিয়ে কোন জটিলতা নেই।সঙ্গত কারণেই সেই সমীকরণ মিলিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত হয়েছেন ।
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি,  বিশিষ্ট শিক্ষানুরাগী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন,  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় কোনো বাধা নেই। ঢাকা ৫ আসনের  আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাই আমি নির্বাচনের মাঠে লড়াই করে জয়ের বিষয়ে আশাবাদী।

এসময় তিনি আরও বলেন,  মানুষের সেবায় নিয়োজিত। করোনার মধ্যে জীবন বাজী রেখে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। ঢাকা৫ আসনের নেতাকর্মী মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষ খুবই ভাগ্যবান, কারণ আল্লাহ আমাদের একজন দানবীর শেখ হাসিনা দিয়েছেন। বঙ্গবন্ধুরকন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির, একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জু মোরশেদ, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির হোসেন, ৬২নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মো. বাদল, উপদেষ্টা মো. জাফর, প্রচার সম্পাদক রবি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন খান টিপু, কন্টাক্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদ হাজী মুহাম্মদ রশিদ, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারও নেতা-কর্মী।