Home বিশেষ প্রতিবেদন সুখ-দু:খের সারথি, চাঁদপুর জেলা সমিতি” – মেয়র আরিফ উল্যাহ সরকার

সুখ-দু:খের সারথি, চাঁদপুর জেলা সমিতি” – মেয়র আরিফ উল্যাহ সরকার


২৮ জানুয়ারী রবিবার:
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলবে ছেংগারচর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শহস্রাধিক গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন ছেংগারচর পৌর মেয়র ও চাঁদপুর জেলা সমিতি, ঢাকা এর ট্রেজারার লায়ন আলহাজ্ব মো: আরিফ উল্যাহ সরকার। প্রতিবছরের মতো এবারও চাঁদপুর জেলা সমিতি, ঢাকা চাঁদপুরবাসীকে সেবাদানের অংশ হিসেবে এই কার্যক্রম গ্রহণ করেছে। মেয়র আরিফ উল্যাহ সরকার জানান, চাঁদপুর জেলা সমিতি, ঢাকা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সেবা করার উদ্দেশ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি চাঁদপুরবাসীর সেবায় প্রতিবছরই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিগত সময় থেকে অদ্যবধি মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এ সমিতি। উল্লেখ্য, বৈশ্যিক মহামারী করোনাকালীন সময়েও যখন মানুষ ঘর থেকে বের হতে পারতনা, তখনও আমরা ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তারই অংশ হিসেব প্রতিবারের ন্যায় এবারও আমরা চাঁদপুর জেলার সব উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। “দু:খ-সুখের সারথী, চাঁদপুর জেলা সমিতি“ আমরা মানুষের পাশে থেকে তাঁদের হৃদয়ে জায়গা করে নিয়েছি বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, শুধুমাত্র একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ্যে জনকল্যাণে কাজ করা কষ্টসাধ্য। তাই আমরা যদি যার যার অবস্থান থেকে দু:খী মানুষের পাশে দাড়াতে পারি তাহলে সমাজের প্রতিটি মানুষই সুখে থাকবে এবং সমাজটাও সুন্দর হবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কান্সিলর, পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।