Home আন্তর্জাতিক ড্রোন আতঙ্কে হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

ড্রোন আতঙ্কে হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট স্থগিত


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর এলাকায় একটি ড্রোন উড়তে দেখার পরিপ্রেক্ষিতে বিমান ওঠা-নামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে স্থানীয় সময় ৬টা ২০ মিনিট থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। এদিকে, এ ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র জানান, বিমান চলাচলে ঝুঁকি এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ২০ ডিসেম্বর একই কারণে ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইকে ফ্লাইট স্থগিত করা হয়েছিল। বিমানবন্দর এলাকায় দুটি ড্রোন উড়ে যাওয়ার খবরে তদন্ত শুরু হলে এসব ফ্লাইট স্থগিত করা হয়। সূত্র : বিবিসি