Home আন্তর্জাতিক রুশ রাষ্ট্রদূত হত্যায় তুরস্কে ২৮ ব্যক্তির বিচার শুরু

রুশ রাষ্ট্রদূত হত্যায় তুরস্কে ২৮ ব্যক্তির বিচার শুরু


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রদূত হত্যার ঘটনায় মঙ্গলবার আঙ্কারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে তুরস্ক। অভিযুক্তদের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মগুরু ফেতুল্লা গুলেনও আছেন। ফেতুল্লা গুলেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তুরস্কে অভুত্থান করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর রাশিয়ান রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেন। সেখানে পুলিশ অফিসার মেভলুট মার্ট আলটিনটাসের গুলিতে নিহত হন তিনি।

তুরস্কের আইনজীবীরা বলছেন, ফেতুল্লা গুলেনের নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে তুরস্ক ও রাশিয়ার সম্পর্ককে অস্থিতিশীল করতে চেয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট