Home আইন/আদালত রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৫৮৪৪টি মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৫৮৪৪টি মামলা


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৮৪৪ মামলায় ২৮,২১,৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১৬ টি গাড়ি ডাম্পিং ও ৮৭০ টি গাড়ি রেকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (২৩ জানুয়ারি) ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১২৬ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯৭ টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১০টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৮ টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করায় ২৫১৪ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৪টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩০টি মামলা দেওয়া হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।