Home আন্তর্জাতিক ইসরাইলকে হুশিয়ার করল ইরান

ইসরাইলকে হুশিয়ার করল ইরান


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে সেখানে নতুন করে কোনো ধরনের হামলা না চালাতে ইসরাইলকে কড়া ভাষায় হুশিয়ার করল ইরান।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেমের সঙ্গে তেহরানে মঙ্গলবার বৈঠক শেষে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানী এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ইসরাইল এ ধরনের ধৃষ্টতা অব্যাহত রাখলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

ইহুদিবাদী দেশটিতে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে সিরিয়ায় হামলা জোরদার করেছে। খবর সংবাদ সংস্থা ফার্সের।

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীকে মদদ দিতে বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী এবং ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে ইসরাইল আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে।

এ ব্যাপারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানি বাহিনী যতদিন থাকবে, ততদিন ইসরাইলি হামলা চলতে থাকবে। এটি হচ্ছে ইরানি বাহিনীকে দ্রুত সিরিয়া ছাড়ার বার্তা।