Home আন্তর্জাতিক ভারতে ফের শক্তিশালী স্যাটেলাইটের উৎক্ষেপণ

ভারতে ফের শক্তিশালী স্যাটেলাইটের উৎক্ষেপণ


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট জিস্যাটএটি-৩১ ফ্রান্সের গুয়ানা থেকে বুধবার সকালে সফল উৎক্ষেপণ করা হয়েছে। এই বছর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইরসো) এর এটি তৃতীয় সফল অভিযান।

এরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যে জিএসএটি-৩১ কক্ষপথে অবস্থান নেয়। ২ হাজার ৫৩৫ কেজি ওজনের জিএসএটি-৩১ ভারতের ৪০তম যোগাযোগ স্যাটেলাইট। ইরসোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (এসডিএসসি) এর পরিচালক এস পান্ডিয়ান বলেন, জিস্যাটএটি-৩১ সফল উৎক্ষেপণ আমার জন্য খুবই আনন্দের।