Home আন্তর্জাতিক শক্তিশালী হচ্ছে সাইক্লোন ‘ওমা’, অস্ট্রেলীয় উপকূলে সতর্কতা

শক্তিশালী হচ্ছে সাইক্লোন ‘ওমা’, অস্ট্রেলীয় উপকূলে সতর্কতা


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অস্ট্রেলিয়া উপকূল থেকে অনেক দূরে অবস্থান করা সাইক্লোন ওমা ঘণীভূত হয়ে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। তবে এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে বুধবার অস্ট্রেলিয়া আবহাওয়া ব্যুরো জানিয়েছে।

জানা গেছে, বুধবার ওমার ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ১৮৫ কিলোমিটার। বাতাসের এই গতি ক্যাটাগরি ১ হ্যারিকেনের প্রায় সমান।

বর্তমানে নিউ ক্যালেডোনিয়া অতিক্রম করছে। এ প্রাকৃতিক দুর্যোগে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিনষ্ট হয়েছে অনেক সফল, উপড়ে গেছে বহু গাছপালা। এ দুর্যোগের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সূত্র: এএফপি