Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আজকের শেয়ারবাজার (০৬.০৩.২০১৯ ইং)

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আজকের শেয়ারবাজার (০৬.০৩.২০১৯ ইং)


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৬ টি কো¤পানির ১২ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৮৩৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৬৮ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৯৮০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ১.১০ পয়েন্ট কমে ৫৬৮৬.৩৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৭৭ পয়েন্ট কমে ১৯৯৩.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ০.৫২ পয়েন্ট কমে ১৩০৩.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডাঃ, বিএসসিসিএল, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিঃ, ফরচুন সুজ, ডাচ্ বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- পিএফ ফার্স্ট মি. ফা., তাক্কাফুল ইন্সুঃ, এসকে ট্রিমস, রূপালি ব্যাংক লিঃ, প্রভাতী ইন্সুঃ, ইস্টার্ন কেবলস, আইসিবি এমপ্লয়ী মি. ফা. ফার্স্ট স্কিম ১, ভিএফএস থ্রেড ডাইং, উত্তরা ব্যাংক লিঃ ও সায়হাম টেক্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সাভার রিফ্রেক্টরীজ, মেঘনা পেট, মেঘনা কন্ডেন্সড মিল্ক, ইমাম বাটন, প্রিমিয়ার ব্যাংক, নরদার্ন জুট, ইফাদ অটোস, জুট স্পিনার্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও তাল্লু স্পিনিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৪১৩৫৬৫৫৩৮০৯৫০.০০