Home ক্যাম্পাস খবর ইস্টার্ন ইউনিভার্সিটিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে তিনব্যাপী
কর্মশালা শুরু হয় গত ৭ মার্চ। ইস্টার্ন ইউনিভার্সিটি আইকিউএসি’র
আয়োজনে বিশ^বিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী পর্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড
ট্রাস্টিজের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ। গেস্ট অব অনার
হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রাক্তন
চেয়ারম্যান জনাব আনোয়ার হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্য দুইজন প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর
ড. এবিএম শহিদুল ইসলাম ও জনাব আবুল খায়ের চৌধুরী। এতে সভাপতিত্ব করেন
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহিদ আকতার হুসাইন।
বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বাছাইকৃত শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে
প্রশিক্ষনার্থী হিসেবে যোগদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উপর
গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশে^র প্রযুক্তিগত উন্নতির ফলে জ্ঞান ও দক্ষতার
জগতে প্রতিনিয়ত আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে
নিজেদের দক্ষতার উন্নতিতে ব্যর্থ হলে জাতিগতভাবে আমাদেরকে পিছনে পড়ে
যেতে হবে। শিক্ষার্থীদের মাঝে বিশ^মানের জ্ঞান পৌঁছে দিতে শিক্ষকদের
নিজেদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই।
ইস্টার্ন ইউনিভার্সিটি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফ
হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোঃ
আব্বাস আলী খান ও কর্মশালার প্রশিক্ষকবৃন্দের মধ্যে বাংলাদেশ কৃষি

বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাহার আলী ও নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের ড.
আহমেদ তাজমীন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি ইস্টার্ন ইউনিভার্সিটি
আইকিউএসি’র ৫ম ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা। এরপূর্বে
বিশ^বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অনুষদের ফ্যাকাল্টি মেম্বাদের অংশগ্রহণে আরো ৪টি
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।