Home ব্রেকিং গোসাইরহাটে সরকারের দেয়া আশ্রয়ণ প্রক‌ল্পে থাক‌ছে ১০০ পরিবার

গোসাইরহাটে সরকারের দেয়া আশ্রয়ণ প্রক‌ল্পে থাক‌ছে ১০০ পরিবার


পরিক্রমা ডেস্ক: বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ১৯৯৯ সা‌লে যখন প্রধানমন্ত্রী ছি‌লেন। তখন শরীয়তপু‌রের কৃ‌তি সন্তান সা‌বেক পা‌নি সম্পদ মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাক এম‌পি। শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার আলাওলপুর ইউনিয়‌নের ৭নং ওয়া‌র্ডের না‌ন্নু মুন্সীরকা‌ন্দি গ্রা‌মে যে প‌রিবা‌রের কোন জ‌মি নাই, থাকার যায়গা নাই এমন ১০০টি প‌রিবার‌কে প্রধানমন্ত্রীর তহ‌বিল থে‌কে আশ্রয়ণ প্রক‌ল্পের ঘর দেন। প‌রিবারগু‌লো ঘর পে‌য়ে খুব আন‌ন্দে বসবাস কর‌ছেন। আশ্রয়ণ প্রক‌ল্পের র‌য়েছে তিন‌টি গ‌ভির নলকূপ, স্যালো ১০টি, র‌য়ে‌ছে বিদ্যু‌তের ব্যবস্থা। র‌য়ে‌ছে গোসল, থালাবাসন ধোয়ার পুকুর। পুকু‌রে জন্য র‌য়ে‌ছে পাকা ঘাট।

আশ্রায়ণ প্রক‌ল্পে থাকা ‌গিয়াস উদ্দিন (৬৫) ব‌লেন, আমি সা‌বেক জালালপু‌রের বা‌সিন্দা ছিলাম। নদী‌তে সমস্ত জ‌মি ভে‌ঙে যায়। তখন প‌রিবার নি‌য়ে খোলা আকা‌শের নি‌চে থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও সা‌বেক পা‌নি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক আমা‌দের থাকার যায়গা দি‌য়ে‌ছেন। স্ত্রী, দুই ছে‌লে দুই মে‌য়ে নি‌য়ে আশ্রয়ণ প্রক‌ল্পে বসবাস কর‌ছি।

আশ্রায়ণ প্রক‌ল্পে থাকা ‌রতন সরদার (৫৫) ব‌লেন, ১৭ বছর যাবত ছে‌লে সন্তান নি‌য়ে এই আশ্রয়ণ প্রক‌ল্পে থা‌কি। আশ্রয়ণ প্রক‌ল্পে থে‌কে এক মে‌য়ে মুক্তা‌কে বি‌য়ে ‌দি‌য়ে‌ছি। আরেক মে‌য়ে মু‌ন্নিকে ক‌লে‌জে পড়া‌চ্ছি। আমি এ আশ্রয়ণ প্রক‌ল্পে খুব ভা‌লো আছি। প্রধানমন্ত্রী‌কে ধন্যবাদ জানাই আমা‌দের থাকার যায়গা ক‌রে দি‌য়ে‌ছেন।

আশ্রায়ণ প্রক‌ল্পে থাকা ‌বাবুল উকিল (৫০) ব‌লেন, আমরা আগে চর কুমা‌ড়িয়া থাকতাম। ‌কোন যায়গা জ‌মি ছিল না। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রক‌ল্পের থাকার যায়গা হ‌য়ে‌ছে। ১৮ বছর যাবত এখা‌নে প‌রিবার নি‌য়ে থাক‌ছি।

আশ্রায়ণ প্রক‌ল্পে থাকা ‌না‌সির বেপারী (৭০) ব‌লেন, ১৪ বছর যাবত সরকা‌রের দেয়া প্রক‌ল্পের ঘ‌রে থা‌কি। সরকার য‌দি ঘর না দিতো। খোলা আকা‌শের নি‌চে থাক‌তে হ‌তো। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য দোয়া ক‌রি। হা‌জেরা বেগম (৫০) ব‌লেন, আমা‌র স্বামী নাই । তিন মে‌য়ে এক ছে‌লে নি‌য়ে আশ্রায়ণ প্রক‌ল্পে আছি। ম‌রিয়ম বেগম (৭০) ব‌লেন, আমার স্বামী, সন্তান নেই। আমি ভিক্ষা ক‌রি। সারা‌দিন ভিক্ষা ক‌রে রা‌তে এখা‌নে এসে থা‌কি।

আলাওলপুর ইউনিয়ন প‌রিষ‌দের ৭নং ওয়ার্ড সদস্য আব‌ুল সরদার ব‌লেন, আমি তখনও মেম্বার ছিলাম। প্রধানমন্ত্রী তহ‌বিল থে‌কে এ‌নে সা‌বেক পা‌নি সম্পদ মন্ত্রী প্রায়ত আব্দুর রাজ্জাক আশ্রয়ণ প্রকল্প‌টি প্র‌তি‌ষ্ঠিত ক‌রেন। প্রক‌ল্পে ১০টি ব্র্যা‌কে ১০০ প‌রিবার থা‌কেন। আলাওলপুর ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আমজাদ হো‌সেন ‌বেপারী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা গ‌রি‌ব, দুঃ‌খি মানু‌ষের জন্য সব সময় কাজ ক‌রে গেছেন। আশ্রায়ণ প্রকল্প তার প্রমান।