Home জাতীয় বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গত কয়েকদিন ধরে সারাদেশে বয়ে চলা ঝড় ও বৃষ্টিপাত এখনই থামছে না। আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

রোববার (৭ এপ্রিল) সকালে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দেশের দক্ষিণাংশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিকে ঘন্টায় (১০-১৫) কিঃমিঃ যা অস্থায়ী দমকা হাওয়াসহ ঘন্টায় (৪০-৫০) কিঃ মিঃ। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে এবং সোমবার (৮ এপ্রিল) সূর্যোদয় ভোর ৫ টা ৪৫ মিনিটে।