Home জাতীয় ‘ভেজাল খাদ্য বিক্রি করলে কারাগারে কাটবে ঈদ’

‘ভেজাল খাদ্য বিক্রি করলে কারাগারে কাটবে ঈদ’


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী যদি ভেজাল খাদ্য বিক্রি করে তাহলে তাকে কারাগারে ঈদ কাটাতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মেয়র বলেন, পুরো রমজান জুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ পচা-বাসি এবং ভেজাল খাবার বিক্রি করছেন-এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, এই পবিত্র মাসে রোজাদারদের পচা-বাসি খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল খাবার বিক্রি করতে পারে। এছাড়াও কেউ যাতে দাম বেশি না নিতে পারে সেজন্যও কাজ করবে।