Home খেলাধূলা প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয় থামাল বৃষ্টি

প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয় থামাল বৃষ্টি


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয় পেসারদের দাপটে তাদের অবস্থা থরহরি কম্পমান। মাত্র ২৮ রান তুলতেই তারা হারিয়েছে দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন শেলডন কটরেল। দুটি উইকেটই তার শিকার। শেষ পর্যন্ত প্রোটিয়া শিবিরে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি।

সাউদাম্পটনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের দলীয় ১১ রানে প্রথম আঘাত হানেন কটরেল। ফর্মহীনতায় ভোগা হাশিম আমলা (৬) তার বলে ক্রিস গেইলের তালুবন্দি হন। দলীয় ২৮ রানে কটরেলের বলেই খোঁচা মেরে উইকেটকিপার শাই হোপের গ্লাভসে ধরা পড়েন এইডেন মার্করাম (৫)।

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেনিংটন ওভালে প্রবল বর্ষণ চলছে। বৃষ্টি থামার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। বৃষ্টি থামার আগ পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৭.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান।