Home ব্রেকিং অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার


সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে পিযুষের আস্তানা ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দে কে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ১টি বিদেশি রিভলভার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন- বাপ্পা পাল ও মিন্টু রায়। অপর একজনের নাম জানা যায়নি।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। সন্ত্রাসী, চাঁদাবাজি, মারধরসহ নানা অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে।

গত ৬ই আগস্ট জিন্দাবাজারে তিন প্রবাসীর উপর হামলা চালায় পিযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায়, ৭ই আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন