Home ক্যাম্পাস খবর ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :
জাপানের গবেষণা ও পরামর্শ সংস্থা নিউ ভিশন সলিউশনস্ধসঢ়; লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া এবং সংস্থার নির্বাহী ইউকো
ফুকুশিমা আজ ২৪ নভেম্বর ২০১৯ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা
বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ তারিক
আহসান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্র্ভুক্তিমূলক
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য অধ্যাপক ড.
মো. আখতারুজ্জামান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
অর্জনের লক্ষ্যে দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ
করছে। জাপানের প্রতিনিধিদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার
মানোন্নয়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ
করেন। এই আগ্রহের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান।

————–