Home লিড নিউজ মতলব উত্তরে মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


শামসুজ্জামান ডলারঃ  মতলব উত্তর ফরাজীকান্দির আমিরাবাদে মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গাজীর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে জানাযা পূর্বক রাষ্ট্রীয় মর্যাদার গার্ডঅব অনারে উপজেলা প্রশাসনের পক্ষে নেতৃত্বদেন সহকারী কমিশনার(ভূমি)আনোয়ার হোসাইন ও থানা পুলিশের পক্ষে নেতৃত্বদেন মতলব উত্তর থানার ওসি(তদন্ত)মোরশেদুল আলম।
জানাযা শেষে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টীম অবসরপ্রাপ্ত সার্জেন্ট মরহুম আলী আহম্মেদ গাজীকে গার্ডঅব অনার জানানো হয়।

সমাজ সেবক গাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের বড় সন্তান গাজী গোলাম মোস্তফা সুমন, ক্যাপ্টেন(অবঃ)আফজাল হোসেন গাজী, প্রফেসর জাকির হোসেন জামাল, আমিরাবাদ বাজার কমিটির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজী কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা মুজাম্মেল হক, বিশষ্ট ব্যবসায়ী কাজল তপাদার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজ সেবক নান্নু গাজী, চরকারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমূখ।
জানাযা পড়ান ও বিশেষ দোয়া পরিচালনা করেন মরহুমের জামাতা মাওলানা বোরহান উদ্দিন। জানাযায় স্থানীয় ও দুর দুরান্ত থেকে অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দু’দফা গার্ডঅব অনারের পর অবসরপ্রাপ্ত সার্জন মুক্তিযোদ্ধা মরহুম আলী আহম্মেদ গাজীকে পারিবারিক গোরস্থানে কবরস্থ করা হয়।