Home লিড নিউজ মতলব উত্তরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশরকালীন মাতৃত্ব রোধ করি এই শ্লোগানকে সামনে রেখে মতলব উত্তরে পরিবার কল্যান সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। (৭-১৩) ডিসেম্বর পরিবার কল্যান ও প্রচার সপ্তাহ।

এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে গত মঙ্গলবার বিকেল এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার মনে হয়েছে যে বাংলাদেশে বাল্যবিবাহ একটি সামাজিক প্রথা। সামাজিকভাবে এটা অনেক ক্ষেত্রে গৃহীত হচ্ছে। এটা বন্ধ করতে হলে। তিনি আরও বলেন পরিবার থেকে বাবা-মা বাল্যবিবাহের সিদ্ধান্ত নেন। সবক্ষেত্রে দরিদ্র বাবা-মা ইচ্ছে করে মেয়েকে বাল্যবিবাহ দেন। যত দিন পর্যন্ত বাল্যবিবাহ বন্দ না হবে তত দিন পর্যন্ত কৈশরকালিন মাতৃত্ব রোধ করা সম্ভব হবে না।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, মেডিকেল অফিসার ডা নাছির উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নূরনবীসহ অন্যান কর্মকর্তাগন।