Home আইন/আদালত যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি নিয়ে চ্যালেঞ্জ, আদালতে মামলা

যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি নিয়ে চ্যালেঞ্জ, আদালতে মামলা


ঢাকা ঃ  ঢাকা মহানগর দক্ষিণ, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছে।

যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক ১নং যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ লিংকন বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) আদালত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহেমদকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

 

জানা যায়, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত আতিকুর রহমানের বয়স ৩১ বছর ২ মাস। বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং সে একজন বেকারীর

কর্মচারী বলেও অভিযোগ উঠে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর, ২০১৯ তারিখ ঢাকা মহানগর দক্ষিণ, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। যেখানে কমিটিতে সভাপতি পদ দেওয়া হয় আতিকুর রহমানকে। এটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিভিন্ন মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে ২ দিন পর ১৩ নভেম্বর, ২০১৯ তারিখ তিন সদস্য বিশিষ্ট ৭ দিনের তদন্ত কমিটি গঠন করলেও ৪ মাস অতিবাহিত হয়ে গেছে।