Home ব্রেকিং সকল মতভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে — নুরুল আমিন রুহুল...

সকল মতভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে — নুরুল আমিন রুহুল এমপি


শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরস্থ বৃহত্তর মতলববাসীর সাথে মতবিনিময় সভা করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য

অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ নুরুল আমিন রুহুল।
শুক্রবার (২ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মতলব উত্তর উপজেলা আওয়ামী
লীগের সভাপতি এডভোকেট মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জসিম উদ্দিন ও এ্যাডভোকেট সেলিম মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন রুহুল বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার
বিজয় হলেই চাঁদপুরের উন্নয়ন অব্যাহত থাকবে।
যারা স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে ঐক্য গড়ে, তারা সুবিধাবাদী, তাদের থেকে সতর্ক থাকবেন। দেশ এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা নৌকায় ভোট দিবেন শুধু তাই নয়, আপনাদের আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে রয়েছে তাদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন। আগামী ১০ অক্টোবর নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

এ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন রুহুল বলেছেন, চ্যালেঞ্জের এ নির্বাচন। এ নির্বাচনে শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তা না হলে দেশের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। চাঁদপুরে নানা ষড়যন্ত্র চলছে এখন নির্বাচনকে ঘিরে সকল ভেদাভেদ
ভুলে গিয়ে নৌকার পক্ষে সকল নেতাকর্মী এক হয়ে কাজ করতে হবে। তা না হলে বিএনবি ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসার সুযোগ নিবে। তখন আমাদের কারই ক্ষমতা থাকবে না তাদের হাত থেকে রক্ষা পাওয়ার। তাই আসুন নৌকার বিজয়ের পর সকলে মিলে একটা মঞ্চ তৈরি করে নিজেদের রাগ ক্ষোভ সমাধান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুল কাইউম খান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট মনোয়ারুল ইসলাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, মধুসূদন কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ দাশ, অধ্যাপক মাহবুবুর রহমান, আবদুল মালেক মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ,মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ,
যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা কাজি মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাডভোকেট আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জামাল
হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, রিয়াদুল আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট খালেদ মোশাররফ, নিয়াজ মোর্শেদ ছোটন।