Home অর্থনীতি রায় পূর্নাঙ্গভাবে কার্যকরের মাধ্যমে, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পবিত্র করতে হবে- আরিফ উল্যাহ...

রায় পূর্নাঙ্গভাবে কার্যকরের মাধ্যমে, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পবিত্র করতে হবে- আরিফ উল্যাহ সরকার


স্টাফ রিপোর্টারঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ) এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার স্মরণে “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২১” এর উদ্ভোধন হয়েছে।

২৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও লায়ন্স টাওয়ারে বিএলএফ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্ভোধন করেন পিএমজেএফ. অ্যাম্বাসেডর অব গুড উইল কাজী আকরামউদ্দিন আহমেদ। ক্লাবের জেলা গভর্নর (৩১৫এ১) আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ‘র সভাপতিত্বে “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২১” বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রূপশ্রী চক্রবর্তী মান্টি‘র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) এবং বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২১ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

এসময় তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার রায় এখনো আংশিক কার্যকর হয়েছে। যে সকল কুচক্রী মহল জাতির পিতাকে হত্যা করেছে, তারা বিশ্বের বিভিন্ন দেশে এখানো লুকায়িত আছে। তাদেরকে বাংলাদেশে ধরে এনে জাতির পিতার হত্যার রায় পূর্ণাঙ্গভাবে কার্যকরের মাধ্যমে বঙ্গবন্ধুর এই সোনার বাংলার মাটিকে পবিত্র করতে হবে।