Home ব্রেকিং প্রধানমন্ত্রী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন: সুজিত রায়

প্রধানমন্ত্রী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন: সুজিত রায়


বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিশ্বে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ২৫ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে দুঃস্থ পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ খাবারের কষ্ট পাবে না। কেউ শীতেও কষ্ট পাবে না। দুর্যোগ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। জাতিসংঘ দুর্যোগ মোকাবেলায় এখন বাংলাদেশকে অনুসরণ করতে বলে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ব মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দুঃস্থ পরিবহণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের নেতারাও ধন্যবাদ জানান সুজিত রায় নন্দী।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্দ্রজালিক নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামে বিজয় লাভের পর ৭১ এর পরাজিত শত্রুরা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর নীল নকশায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের ধারা ব্যাহত করেছিল। আল্লাহ’র অশেষ মেহেরবানীতে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান।

তিনি আরও বলেন, আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধশালী, শোষণহীন সোনার বাংলাদেশ গড়ে উঠছে। শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রাথীর পক্ষে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।