Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

-প্রতিকী ছবি

পরিক্রমা ডেস্ক : আজ (১২.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৬টি কোম্পানীর ১৬ কোটি ৯৭ লক্ষ ৯১ হাজার ৯৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৯৪ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ২৬২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫০.৯৩ পয়েন্ট বেড়ে ৬৫০০.৮৫ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ৬.০৭ পয়েন্ট বেড়ে ২৩১৬.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.০৭ পয়েন্ট, বেড়ে ১৪২৮.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:— অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, ইন্দো—বাংলা ফার্মা, জেএমআই হসপিটাল, বিএসসি, বিবিএস, লাফার্জহোলসিম, সী পার্ল বীচ, অরিয়ন ইনফিউশন ও পেপার প্রসেসিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:— সী পার্ল বীচ, পেনিনসুলা চিটাগং, হাক্কানী পাল্প, আইএসএন, আফতাব অটোস, নাভানা সিএনজি, ইন্ট্রাকো রিফুয়েলিং, দেশবন্ধু পলিমার, বসুন্ধরা পেপাার ও মনোস্পুল পেপার ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:— বিআইএফসি, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং, মুন্নু এগ্রো, ইউনিয়ন ক্যাপিটাল, আজিজ পাইপস, প্রগতী ইন্সু্যরেন্স, রূপালী লাইফ ইন্সু্রেন্স ও দ্যা সিটি ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৭৪৬৬৯১১০৬১৩৫.০০