Home অর্থনীতি চাটার্ড লাইফ ইন্সু্রেন্স কোম্পানি লিঃ এর প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার...

চাটার্ড লাইফ ইন্সু্রেন্স কোম্পানি লিঃ এর প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধ প্রদান


পরিক্রমা ডেস্ক : স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অংশ হিসেবে আজ ১৩ অক্টোবর, ২০২২ তারিখে চাটার্ড লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিঃ এর শেয়ার বরাদ্ধ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিআরও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর সিইও এস এম জিয়াউল হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবতীর্তে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ২২.৩৫ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৩০ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৯ টি শেয়ার বরাদ্ধ পায়।

মোঃ শফিকুল ইসলাম
উপ-মহাব্যবস্থাপক
জনসংযোগ ও প্রকাশনা।