Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭১টি কোম্পানীর ২১ কোটি ৪০ লক্ষ ৭৮ হাজার ১৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৪৩ কোটি ১২ লক্ষ ৪ হাজার ২০৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৭৮ পয়েন্ট কমে ৬৪৭৮.৪৭ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ৯.২৮ পয়েন্ট কমে ২২৯৮.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫৩ পয়েন্ট কমে ১৪১৮.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো: বেক্সিমকো লিঃ, ইস্টার্ন হাউজিং, অরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই হসপিটাল, অরিয়ন ইনফিউশন, জেএমআই সিরিঞ্জ, বিএসসি, ইন্দো—বাংলা ফার্মা ও আমরা ট্যাকনোলজিস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- রংপুর ফাউন্ড্রী, এডিএন টেলিকম, সানলাইফ ইন্সু্রেন্স, আমরা ট্যাকনোলজিস, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, আজিজ পাইপস, তমিজুদ্দীন টেক্সটাইল, পেপার প্রসেসিং ও বিডি ল্যাম্পস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- ইন্দো-বাংলা ফার্মা, বিডি ওয়েল্ডিং, বিডিকম অনলাইন, বিবিএস, এডভেন্ট ফার্মা, ম্যাকসন্স স্পিনিং, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিকস, আরএসআরএম স্টিল ও ইউনিক হোটেল।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৭৩৯৮১২৪১২৫৬১.০০