Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক: আজ (১৯.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৬টি কোম্পানির ১৫ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৩২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৭৮ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৮২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৫২ পয়েন্ট কমে ৬৩৯০.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৪ পয়েন্ট কমে ২২৭১.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭২ পয়েন্ট বেড়ে ১৪০৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, ইস্টার্ন হাউজিং, অরিয়ন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, এডিএন টেলিকম, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, সী পার্ল বীচ, বিডি ল্যাম্পস, আনোয়ার গ্যালভানাইজিং ও বিবিএস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা সিএনজি, নাভানা ফার্মা, এডিএন টেলিকম, আরামিট লিঃ, রংপুর ফাউন্ড্রি, আফটাব অটোস, সোনালী আঁশ, আনোয়ার গ্যালভানাইজিং, এএমসিএল (প্রান) ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, বিবিএস, ইন্দো-বাংলা ফার্মা, জেএমআই হসপিটাল, বসুন্ধরা পেপার, অ্যাপেক্স ফুডস, ফারইস্ট নিটিং, এডভেন্ট ফাম ফার্মা, অরিয়ন ফার্মা ও বিএসসি।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৬৯৮৬৫০৯৯০৩৪৪.০০।