Home ক্যাম্পাস খবর জবি দিবসের র‍্যালিতে সিরাজউদ্দৌলা ও মীরজাফর

জবি দিবসের র‍্যালিতে সিরাজউদ্দৌলা ও মীরজাফর


 

তিহাসকে তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিবসে ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী সিরাজউদ্দৌলা ও মীরজাফরের রূপক চরিত্রে র‍্যালিতে অংশ নেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর পূর্তি উপলক্ষে এ র‍্যালির আয়োজন করা হয়।

সিরাজউদ্দৌলার ভূমিকায় ছিলেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ইমরান ও মীরজাফরের ভূমিকায় ছিলেন সাকিব।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবসে ইতিহাসকেন্দ্রিক চরিত্র তুলে ধরায় আমরা সবাই আনন্দিত।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড শামসুর নাহার বলেন, যেহেতু আমরা ইতিহাস বিভাগ, তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতিহাসের ওপর একটি প্রামাণ্য চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। মূলত ইতিহাসকে আমরা বাস্তবিক অর্থে রূপ দেওয়ার চেষ্টা করেছি।