Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ (১৫.১২.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৩টি কোম্পানীর ৫ কোটি ৪৪ লক্ষ ৭৫ হাজার ৪৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৫ কোটি ২৭ লক্ষ ১৪ হাজার ৪৬৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.৯৪ পয়েন্ট কমে ৬২৫৬.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৯ পয়েন্ট কমে ২২০৮.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৪ পয়েন্ট বেড়ে ১৩৭২.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- স্যালভো কেমিক্যাল, মুন্নুু সিরামিক, ইন্ট্রাকো রিফুয়েলিং, আমরা নেটওয়ার্ক, অরিয়ন ফার্মা, জেমিনী সী ফুড, কেডিএস এক্সেসরিজ,  বসুন্ধরা পেপার, মুন্নু এগ্রো ও জেনেক্স ইনফোসিসল।        দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- মুন্নু সিরামিক, মনোস্পুল পেপার, অ্যাপেক্স ফুডস, হাক্কানী পাল্প, কে এন্ড কিউ, নর্দান জুট, আনোয়ার গ্যালভানাইজিং, পেপার প্রসেসিং, কোহিনুর কেমিক্যাল ও বিডি ল্যাম্পস।দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- অরিয়ন ইনফিউশন, কেডিএস এক্সেসরিজ, স্যালভো কেমিক্যাল, জুট স্পিনার্স, লুব-রেফ, বিডি থাই ফুড, বেঙ্গল উইন্ডসোর, এডভেন্ট ফার্মা,  বিএসসি ও সেন্ট্রাল ইন্সু্যরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৭২৭৯২২১৫০৮.০০